শ্রীলংকাকে বলা হয় ভারত সাগরের মুক্তা , দুর থেকে নামের সার্থকতা হয়তো বুঝতে পারবেন না তবে শ্রীলংকাতে ঘুরতে গেলে বুঝে যাবেন কেন এত সুন্দর উপমাতে দেশটিকে নাম দেয়া হয়েছে । ভারত সাগর ঘেরা দেশটি যেন বার বার নিজের সৌন্দর্যের জানান দিচ্ছে নানা রংয়ে নানা ঢংয়ে। সবুজ পাহাড় প্রকৃতি আর সমুদ্র মিলে চমৎকার এক দৃষ্টিনন্দন ভ্রমণ আপনার জন্য অপেক্ষা করছে শ্রীলংকাতে।
![]() | |||
শ্রীলংকার গালে ফোর্ট থেকে লেখকের ছবি |