বাংলাদেশের Cricket এর কি আসলেই উন্নতি হবে?


ভারতে CHAMPIONS লীগ শুরু হয়েছে গতকাল ।আজ আর কালকের খেলা দেখে আমার একটা ধারণা হল যে সবার উন্নতি হলেও আমাদের উন্নতি হবেনা ।কারণ আমাদের ঘরোয়া লিগের অবস্তা একদম বাজে টাকা নাই মাঠ নাই চরম অব্যবস্হা ।Champions লিগের সকল দলগুলো বিভিন্ন দেশের ঘরোয়া দল।এদের খেলা দেখলেই বুঝা যায় এদের জাতীয় দল এত শক্ত কেন।এদের ভিত্তি অনেক শক্ত ।আমারতো মনে হয় আমাদের জাতীয় টিমও এইসব ঘরোয়া দলের সাথে হেরে যাবে।এদের ব্যাটিং ফিল্ডিং দেখলেই বুঝা যায় কতটা একাগ্রতা এদের মাঝে ।কিন্ত আমাদের উন্নতি হবে কোথা হতে খেলোয়াড় তৈরীর কারখানা মানে ঘরোয়া লিগের তো কোন ঠিক নাই ।অষ্ট্রেলিয়া বা ইংল্যান্ডে একজন খেলোয়াড় ইনজুরি বা চলে গেলে আরো ১০ জন তৈরী করা থাকে।আর আমরা একজনই পাইনা ১০ জনতো বহু দূরের কথা।মোট কথা হচ্ছে আমরা যদি উন্নতি করতে চাই তাহলে অবশ্যই ঘরোয়া লিগ হতে খেলোযাড় তৈরী করতে হবে কারণ খেলোযাড় আকাশ হতে টপকাইয়্যা পড়বে না।ঘরোয়া লিগ ঠিক না হলে আগেমী ১০০ বছরেও বাংলাদেশের উন্নতি হবেনা।আর আরেকটা কথা বাংলাদেশ ভাল খেলুক আর খারাপ খেলূক আমি সবসময় বাংলাদেশ।
আপনাদের মন্তব্য আশা করছি এখানে ক্লীক করে আপনার মন্তব্য দিন ।সবাই ভাল খাকবেন 

0 comments:

Post a Comment

লেখাটি শেয়ার করুন